স্ক্রীনিং এ VIA পরীক্ষার ফলাফল পজিটিভ হলে মহিলাদের কল্‌পোস্কোপ/মিনি-কল্‌পোস্কোপ দ্বারা মূল্যায়ন করে যথাযথ চিকিৎসা দেয়া হয়। জরায়ু-মুখের ক্যান্সারপূর্ব অবস্থা সনাক্ত হলে একই ভিজিটে চিকিৎসা (“দেখা এবং চিকিৎসা”/ “See and treat”) সম্ভব। তা ছাড়া প্রয়োজন হলে উন্নতর চিকিৎসার জন্য উচ্চতর চিকিৎসা কেন্দ্রে রেফার করা হয়।

সরকার জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার রোগীদের উন্নত চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ৩৩,৫১২ বর্গফুট আয়তন বিশিষ্ট অবকাঠামো নির্মাণ করার কাজ শুরু করেছে যার অগ্রগতি সন্তোষজনক। অবকাঠামো নির্মাণ সম্পন্ন হলে রোগীদের আরও উন্নত মানের চিকিৎসা প্রদান করা সম্ভব হবে।