National Center for Cervical & Breast Cancer Screening & Training

স্ক্রীনিংকৃত সকল মহিলার প্রয়োজনীয় সকল তথ্য DHIS2 এ লিপিবব্ধ করার মাধ্যমে একটি শক্তিশালী ও তথ্যবহুল ডাটাবেজ প্রস্তুত করা হচ্ছে। সেবা গ্রহণ করা মহিলাদের পরিচিতি সংক্রান্ত তথ্য, পরীক্ষার ফলাফল, চিকিৎসা, ব্যবস্থাপনা ও ফলোআপ সংক্রান্ত তথ্য এই ডাটাবেজে লিপিবদ্ধ করা হয়। জাতীয়পরিচয়পত্রের নম্বর ব্যবহার করে প্রত্যেক মহিলার জন্য একটি করে ইউনিক ইলেকট্রনিক নম্বর তৈরী করা হচ্ছে।