National Center for Cervical & Breast Cancer Screening & Training

উপজেলা পর্যায়ে ৫,৫০০ কমিউনিটি ক্লিনিকের মোট ১৬,৫০০ জন সিএইচসিপি/ এইচএ/ এফডব্লিউএ কে জনসংখ্যা ভিত্তিক স্ক্রীনিং প্রোগ্রাম/ রেজিস্ট্রেশন ও রেফারেল সিস্টেমের উপর ১ দিনের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। কমিউনিটি পর্যায়ে স্ক্রীনিং সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি, মহিলাদের তথ্য সংগ্রহ, সংগৃহীত তথ্য DHIS2 এ লিপিবদ্ধ করা ও ফলোআপের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়।