National Center for Cervical & Breast Cancer Screening & Training

প্রকল্পের আওতায় ৩০-৬০ বছর বয়সী বিবাহিত মহিলাদের ৫ বছর পর পর নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে VIA (Visual Inspection of cervix with Acetic acid) এবং CBE (Clinical Breast Examination) স্ক্রীনিং পরীক্ষার জন্য আহ্‌বান করা হয়। স্ক্রীনিং এ VIA পরীক্ষার ফলাফল পজিটিভ হলে মহিলাদের কল্‌পোস্কোপ/মিনি- কল্‌পোস্কোপ দ্বারা মূল্যায়ন করে যথাযথ চিকিৎসা দেয়া হয়। জরায়ু-মুখের ক্যান্সারপূর্ব অবস্থা সনাক্ত হলে একই ভিজিটে চিকিৎসা (“দেখা এবং চিকিৎসা”/ “See and treat”) সম্ভব।

এ ছাড়া উন্নত চিকিৎসার জন্য উচ্চতর চিকিৎসা কেন্দ্রে রেফার করার ব্যবস্থা করা হয়।